জন্মভূমির মাটি
আনজুমান আরা শিল্পী
আমাদের কাঙ্খিত মায়াময়ী জন্মভূমির মাটি
পরম প্রেম প্রীতি ও সোনার চেয়েও খাঁটি।
সবুজ কিশলয়ের নানা বৃক্ষরাশি-
চারিপাশ ঘিরে কত চেনা পড়শি-
তমসা রজনী শেষে প্রভাতের রক্তিম অরূপ
এ ভূমি সিক্ত হয় পেয়ে কাঞ্চন কিরণ
মায়ের মুখে আদরের মধু মাখা ভাষা
সানন্দে গান গায় মাঝি, ফকির চাষা।
কোথাও পাবো না এত প্রেম-প্রীতি ভালোবাসা
সোহেগের ছোঁয়ায় বাঁধি নতুন বাসা
এত আনন্দ এত তৃপ্তি এত হৃদয়ের টান
হেথায় শত দু:খ কষ্টেও ভরে ওঠে প্রাণ-
বৃক্ষে বৃক্ষে বিহঙ্গমের সুমধুর স্বর
এখানে আছে জননীর পরম আদরের ঘর গরু
গোধূলিতে গরু নিয়ে ঘরে ফেরে রাখাল,
কর্মব্যস্ত শ্রমিক ভায়েরা সকাল বিকাল।
ভালো নেই
আমরা আজ ভিতরে মোটেই ভালো নেই;
বাইরেটায় কিন্তু বেশ ভালো আছি-
অনেক রক্ত ঝরছে ভিতরে জানেনা অনেকেই,
বাইরের ভালোটা নিয়েই আজ আমরা বাঁচি।
কেউ আজ আর কারো কথা শুনছি না ;
ছুটছি দুরন্ত অজানা স্বাধীনতার নেশায়,
কেউ আজ আর প্রীতির বীজটা বুনছিনা
দেখা হলেই দেঁতো হাসি, সুন্দর বেশভূষায়।
আমরা আজ আর কেউ ভালো নেই জেনো,
এ ভালো থাকা যদি ভালো হয়,
কোনটা আসল ভালো কেউ জানেনা ।
প্রীতির স্বপ্নটাকে আজ দুঃসহ বলেই মেনো।
আজ কোন ভালো-ই উত্তর পুরুষেরা ভালো বলে মানে না।
জীবনটাকে কি এখনো ভরিয়ে দেওয়া যায় না
ভালোবাসায়, নতুন আমায়, নতুন অদলায় ;
হেরে যাওয়ায় আছে ভয়, হারিয়ে যাওয়ায় ভয় থাকে না।
চলো না, জীবনটাকে সাজিয়ে রাখি
আজ শুধুই ভালোয় ভালোয়!
কবি পরিচিতি: আনজুমান আরা শিল্পী একজন সফল কবি, লেখক ও সাংবাদিক। প্রকাশিত গ্রন্থ চারটি।